কাজিরঙা (অসম), ১৫ জানুয়ারি, (হি.স.) : কাজিরঙা জাতীয় উদ্যানে হাতি সাফারি করলেন সপত্নীক রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত। কাজিরঙার মনোরম পরিবেশ বন্যপ্রাণী, পাখির কোলাহলে তিনি আপ্লুত বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। হাতি সাফারি শেষ করে তিনি বলেন, সবাইকে একবার করে হলেও কাজিরঙায় এসে এর অনুপম পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া দরকার।
গন্ডার হত্যার প্রসঙ্গও তিনি তুলেছেন। মানুষ হত্যার চেয়েও নিরীহ প্রাণী গন্ডার হত্যার ঘটনা ঘৃণ্য বলে মনে করেন তিনি। রাজ্য সরকার গন্ডারের চোরাশিকারিদের গ্রেফতার করতে কসুর করছে না। যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এদের মোকাবিলা করছে সরকার। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও তাঁর মন্ত্রীমণ্ডলের ভূয়সী প্রশংসাও করেন তিনি। চোরাশিকারিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চান রাজ্যপাল।
কাজিরঙাষ় তিনি শনিবার আসেন। রাত কাটান হেরিটেজ বাংলোয়। আজ কজিরঙা ছাড়ার আগে রাজ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।