BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসে বলি এক, গুরুতর জখম এগারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই,১৪ জানুয়ারি৷৷ পিঠে পুলির আমেজ যান সন্ত্রাসে অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে৷ রাজ্যে

খোয়াইয়ে দূর্ঘটনাগ্রস্ত ইকো গাড়ি৷ ছবি নিজস্ব৷
খোয়াইয়ে দূর্ঘটনাগ্রস্ত ইকো গাড়ি৷ ছবি নিজস্ব৷

পৃথক স্থানে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এগারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ পাশাপাশি উঠে এসেছে চিকিৎসা ব্যবস্থার করুণ চিত্র৷ আহত ব্যক্তিকে রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএমে নিয়ে যাওয়া হলে অস্থি রোগ চিকিৎসার পরিকাঠামোর অভাবে তাকে জিবিতে পাঠিয়ে দেন চিকিৎসকরা৷ একাধিক দুর্ঘটনায় কারোরই প্রাণহানির ঘটনা না ঘটলেও অনেকেই আশঙ্কাজনক বলে জানা গেছে৷ স্বাভাবিকভাবেই সড়ক নিরাপত্তা আবারও চ্যালেঞ্জের মুখে৷
এদিন সাত সকালেই পুলিশের এক কনস্টেবল দুর্ঘটনার কবলে পড়েন৷ স্থানীয় সূত্রে খবর, ঐ পুলিশ কর্মীর ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, উদয়পুর এগ্রিকালচার চৌমুহনীতে সকাল দশটায় পুলিশ কনস্টেবল কৃষ্ণধন জমাতিয়া তার টিআর০৩-বি-৫৬০৮ নম্বরের বাইকে করে বাড়ি যাবার পথে আগরতলাগামী একটি বাস টিআর০৪-১২১৬ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইক আরোহী পুলিশ কনস্টেবল রাস্তায় ছিটকে পড়েন৷ জানা গেছে, শ্রীজমাতিয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছেন৷ তাকে সঙ্গে সঙ্গে উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ স্থানীয় সূত্রে খবর, বাইক আরোহী পুলিশ কনস্টেবলের ভুলের কারণে দুর্ঘটনাটি হওয়ায় বাস এবং বাসের চালককে আটক করেনি পুলিশ৷
এদিকে, সন্ধ্যায় রাজধানী আগরতলার উত্তর গেইট সংলগ্ণ স্থানে একটি গাড়ির বেপরোয়া গতি রিক্সা চালক সহ ছয়জনকে আহত করেছে৷ গাড়ির চালকও গুরুতর আহত বলে জানা গেছে৷
এদিন, টিআর০১-এফ-০২১১ নম্বরের গাড়িটি উত্তর গেইট এলাকায় এসে প্রথমে একটি রিক্সাকে ধাক্কা মারে৷ সেখান থেকে পালিয়ে গিয়ে কিছুটা দূরত্বে আরেকটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে৷ তাতে সাইকেল আরোহী গাড়ি চাপা পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ রিক্সাটিকে ধাক্কা দেওয়ায় এর চালক সহ দুই সওয়ারি গুরুতর আহত হন৷ গাড়ির ধাক্কায় দুই সাইকেল আরোহীর মধ্যে একজন রাস্তায় ছিটকে পড়েন অপরজন গাড়ির নিচে চাপা পড়েন৷ এদিকে, গাড়ির চালক ও তার মা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে৷ স্থানীয় জনগণ সকলকে উদ্ধার করে জিবিতে পাঠিয়েছেন৷ জানা গেছে, গাড়ির চালক ও সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক৷
এদিকে, সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ণ এলাকায় এক ভবঘুরেকে সুকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ এই ঘটনায় সমীর চন্দ্র দেব নামে ঐ ভবঘুরে পায়ে গুরুতর আঘাত পান৷ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানে অস্থি রোগ চিকিৎসার পরিকাঠামো নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ যথারীতি তাকে জিবিতে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু উদ্বেগের বিষয়, রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএমে অস্থি রোগ চিকিৎসার পরিকাঠামো নেই৷ তাতে মনে হচ্ছে, গোটা রাজ্যই প্রধানত জিবি হাসপাতাল নির্ভর৷
খোয়াইতে পথের বলি সমর দে নামে এক গাড়ি চালক৷ তার বয়স ৩২ বছর৷ পিতা প্রয়াত শচীন্দ্র লাল দে৷ বাড়ি চরগণকী এলাকায়৷ ঘটনা খোয়াই থানাধীন সিঙ্গিছড়া এলাকায়৷ শনিবার সকালে ডুম্বুর তীর্থমুখ মেলা থেকে বেহালাবাড়ি এলাকায় যাত্রীদের বাড়ি পৌঁছাবার পর গাড়ি চালক খোয়াই সিঙ্গিছড়া এলাকায় আসর সময় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় টিআর০৬-০৩৬৪ নম্বরের ইকো গাড়িটি৷ গাড়িটি গাছের সাথে ধাক্কা খাওয়ায় ছিটকে পড়ে যান চালক সমর দে৷ খবর পেয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণ বাদেই সমর দে মৃত্যর কোলে ঢলে পড়ে৷ খবর পেয়ে ছুটে যান সিআইটিইউ এবং টিএমএসইউ নেতৃত্বরা৷ মৃত স মর দে ছিল খোয়াই মারুতি ইউনিটের সদস্য৷ টিএমএসইউ বিভাগীয় কার্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *