বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনায় এবার সরব বিরাট কোহলি

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনায় এবার সরব হলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি| সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক ঘটনার তীব্র নিন্দা করে বলেন এমন সমাজে থাকতে লজ্জা লাগে তাঁর| যারা এই ঘটনা নিয়ে মেয়েদের পোশাককে দায়ি করছেন, তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন কোহলি| তিনি এও বলেন, প্রথমে নিজেকে বদল করতে হবে| তাহলে আশেপাশের দুনিয়াটাও নিজে থেকেই বদলে যাবে|
নিউ ইয়ার পার্টিতে বেঙ্গালুরুতে যুবতির শ্লীলতাহানির ঘটনায় সাড়া পড়ে গেছে দেশ জুড়ে| গতকাল তীব্র প্রতিবাদ করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার| তাঁর পথে হেঁটে বিরাটও প্রতিবাদ করেন| তিনি স্পষ্ট বার্তা দেন, যারা এই কাজ করেছে তারা পুরুষ নন| ভিডিও মেসেজে বিরাট বলেন, বেঙ্গালুরুতে যা হয়েছে, তা সত্যি অস্বস্তিকর| কোনও যুবতি এমন ঘটনার শিকার হচ্ছেন| সবাই দেখছেন| কিন্তু কেউ এগিয়ে আসেনি| এটা কাপুরুষতার পরিচয়| এসব মানুষদের নিজেদের পুরুষ বলার আগে লজ্জা পাওয়া উচিত|
মহিলাদের ওপর নিগ্রহের ঘটনায় অনেকেই মহিলাদের পোশাক-আশাককে দায়ী করেন| ভারতের টেস্ট দলের অধিনায়ক তারও জবাব দিয়েছেন| কী ধরনের পোশাক পরবেন তা কোনও মেয়ের নিজস্ব সিদ্ধান্ত| কিন্তু কিছু লোক এই অজুহাত দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে| এখন পুরুষদের দায়িত্ব হল, এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে| এতেও একটা আশঙ্কার ব্যাপার যে, কিছু লোক এ ধরনের ঘটনা আড়াল করতে শুরু করে দেবেন| তাই এক্ষেত্রে চিন্তাভাবনার বদল করতে হবে| ছেলে ও মেয়েদের সমান চোখে দেখা উচিত| ওই যুবতির জায়গায় নিজের পরিবারের কাউকে বসিয়ে দেখুন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *