ইজিপ্ট, ৬ জানুয়ারি (হি.স.) : আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াদ মাহরেজ| বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির হয়ে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জেতেন মাহরেজ| গত মরসুমে লিচেস্টার সিটির হয়ে ১৭ গোল করেছেন| সতীর্থদের দিয়ে রেকর্ড ১১টি গোলও করিয়েছেন তিনি| এর আগে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিচেস্টার সিটির এই উইঙ্গার| দুর্দান্ত ফর্মে থেকে আলজেরিয়ান এই তারকা ফুটবলার গত মরশুমে লিচেস্টারকে ইংলিশ চ্যাম্পিয়ন করেন|
প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহরেজ| বর্ষসেরা হতে মাহরেজ পান ৩৬১ ভোট| ৩১৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের তারকা আওবামেয়াং| আর ১৮৬ ভোট পেয়ে তৃতীয় হন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে|
2017-01-06