বেঙ্গালুরুতে আটক দুই এনডিএফবি ক্যাডার

handcuffগুয়াহাটি, ০৫ জানুয়ারি, (হি.স.) : বেঙ্গালুরুতে পুলিশের জালে পড়েছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি)-র দুই ক্যাডার| নির্ভরযোগ্য সূত্রের খবরের ভিত্তিতে অসম পুলিশ বেঙ্গালুরুতে গিয়ে সেখানকার পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে গুয়াহাটির উদ্দেশে রওযানা হয়েছে| অসম পুলিশের মোস্ট ওয়ান্টেড এই দুই জঙ্গি বেঙ্গালুরুতে বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়েছিল বলে জানা গেচে| তদন্তের স্বার্থে এ বেশি জানাতে অক্ষমতা ব্যক্ত করেছে পুলিশ| আজই তাদের রাজ্যে ফিরে আসার কথা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *