রোজভ্যালিকাণ্ডে উঠে এল টলিউড অভিনেত্রীর যোগ, বিদেশ পালানোর আগেই তলব সিবিআইয়ের

CBIকলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : গৌতম কুণ্ডু, তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে এক নামী অভিনেত্রীর নাম পেয়েছে গোয়েন্দারা | সিবিআই সূত্রে খবর, জাতীয় স্বীকৃতি পাওয়া টলিউডের এই প্রথম সারির নামী অভিনেত্রী ও তাঁর অনাবাসী স্বামীর মাধ্যমে রোজভ্যালির দুশো কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে | বিনিময়ে কুড়ি কোটি টাকা নেওয়া ছাড়াও একাধিক সুবিধা ভোগ করার অভিযোগ উঠেছে|

সিবিআই সূত্রে খবর, টালিগঞ্জের প্রথম সারির এই বিখ্যাত অভিনেত্রী গৌতম কুণ্ডুর বিশেষ ঘনিষ্ঠ | সিঙ্গাপুর নিবাসী স্বামীর মাধ্যমে ২০ কোটি টাকার বিনিময়ে রোজভ্যালি কোম্পানির ২০০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করতে সাহায্য করেন তিনি| রোজভ্যালি গ্রুপের কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে বহুবার বিদেশ সফরেও গিয়েছেন এই অভিনেত্রী |

সিবিআইয়ের হাতে থাকা নথি অনুযায়ী, টালিগঞ্জের নামী এই অভিনেত্রীকে কলকাতার অভিজাত এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটও উপহার দেন গৌতম কুণ্ডু | ফিল্ম ডিভিশনের চার সদস্যের কমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী| রোজভ্যালি প্রযোজিত বহু সিনেমাতেও নায়িকা হিসেবে দেখা গিয়েছে তাঁকে | রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের তদন্তে অগ্রগতি দেখে আশঙ্কিত নায়িকা জেরা এড়াতে বিদেশে পালিয়ে যেতে চাইছেন বলে জানিয়েছেন সিবিআই কর্তারা| স্বামীর বিদেশে থাকার সুযোগের সদ্বব্যবহার করে সম্প্রতি আমেরিকার ভিসারও আবেদন করেছেন তিনি | তারকাকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে সিবিআই | অভিযুক্ত অভিনেত্রীর বিদেশ যাওয়া আটকাতে বিমানবন্দরগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা |

শুধু অভিনেত্রীই নয় সিবিআই নজরে রয়েছেন গৌতম কুণ্ডুর স্ত্রীও | তিনি একটি সোনার গয়না সংস্থার সঙ্গে যুক্ত | তল্লাশিতে উদ্ধার হওয়া নথি ও জেরায় প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, রোজভ্যালির টাকা ওই সংস্থাতেও খাটানো হয়| তিনিও সিবিআইয়ের জেরা এড়াতে আমেরিকা চলে যাওয়ার প্রচেষ্টা করছেন বলে দাবি তদন্তকারী অফিসারদের | খুব দ্রুত অভিনেত্রী ও গৌতমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই কর্তারা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *