‘জিএসটি উৎসব’-এর সূচনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী, নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর নতুন জিএসটি হারে মিলবে ছাড়

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন ‘জিএসটি উৎসব’-এর সূচনা। আগামীকাল, অর্থাৎ সোমবার থেকে শুরু হওয়া নবরাত্রির প্রথম দিন থেকেই এই নতুন উদ্যোগ কার্যকর হতে চলেছে। ‘জিএসটি উৎসব’কে তিনি এক ‘সেভিংস ফেস্টিভ্যাল’ বা সাশ্রয়ের উৎসব হিসেবেও অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, “আগামীকাল ২২ সেপ্টেম্বর থেকে দেশের মানুষ নতুন জিএসটি কাঠামোর আওতায় আরও সস্তায় বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এটি দেশের প্রত্যেক নাগরিকের জন্য এক সাশ্রয়ের উৎসব।” তিনি আরও জানান, নতুন জিএসটি সংস্কার বিশেষভাবে উপকৃত করবে গরিব, মধ্যবিত্ত, কৃষক, মহিলা, যুব ও এমএসএমই খাতকে।

সরকার ৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক পণ্যের উপর জিএসটি হার কমানোর ঘোষণা করেছিল। যার আওতায় পড়ছে গাড়ি, ইলেকট্রনিকস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কিছু অত্যাবশ্যকীয় পণ্য। এই নতুন জিএসটি কাঠামো, যাকে ‘জিএসটি ২.০’ বলা হচ্ছে, তাতে থাকছে মাত্র দুটি প্রধান হার — ৫% ও ১৮%। শুধুমাত্র বিলাসবহুল ও ‘সিন’ পণ্যের উপরই থাকছে ৪০% জিএসটি।

এই সংস্কার ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই সংস্কার ভারতের সমবায় যুক্তরাষ্ট্রের এক অনন্য উদাহরণ। এর ফলে জিনিসপত্রের দাম কমবে, চাহিদা বাড়বে, শিল্পোৎপাদন বৃদ্ধি পাবে ও ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

দেশজুড়ে এই ‘জিএসটি উৎসব’ কর্মসূচিকে সামনে রেখে সরকার আশা করছে উৎসবের মরশুমে খুচরো বাজারে চাঙ্গাভাব দেখা দেবে, যা দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।