ভুবনেশ্বর: ওড়িশায় ১৫ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। পূর্ব ভারতের উপর সক্রিয় মৌসুমি পরিস্থিতি এবং ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত মধ্যাহ্ন বুলেটিনে আইএমডি জানায়, পূর্ব ভারতের নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার আশপাশে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর সঙ্গে দুটি মৌসুমি অক্ষরেখা—একটি সুরতগড় থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এবং অন্যটি উত্তর-পূর্ব আরব সাগর থেকে ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত—ওড়িশায় ব্যাপক বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর আগামী ১৫ জুলাই পর্যন্ত ওড়িশার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। ১০ জুলাই সুন্দরগড়, ঝাড়সুগুড়া এবং সাম্বলপুর জেলায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কেওনঝাড়, ময়ূরভঞ্জ, দেওগড়, অঙ্গুল, ঢেনকানাল, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, সোনপুর, বারগড় ও বালাংগিরে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
১১ জুলাই বজ্রঝড় ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে কেওনঝাড়, ময়ূরভঞ্জ, সুন্দরগড়, কোরাপুট, মালকানগিরি, নবরংপুর, কলাহান্ডি, বালাংগির, বারগড়, ঝাড়সুগুড়া, নুয়াপাড়া, বালাসোর ও ভদ্রক জেলায়। ১২ জুলাই এই ঝড়ের প্রভাব পড়তে পারে বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, বারগড়, সাম্বলপুর, দেওগড়, অঙ্গুল, ঢেনকানাল, কেওনঝাড় ও ময়ূরভঞ্জে।
১৩ জুলাই ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড় হতে পারে ময়ূরভঞ্জ, কেওনঝাড় ও সুন্দরগড়ে। এছাড়াও কোরাপুট, নবরংপুর, মালকানগিরি, কলাহান্ডি, বালাংগির, বারগড়, নুয়াপাড়া, ঝাড়সুগুড়া, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, পুরী, খুরদা, নয়াগড়, গঞ্জাম ও গজপতিতে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
১৪ জুলাই ময়ূরভঞ্জে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া কোরাপুট, ঝাড়সুগুড়া, সুন্দরগড়, কেওনঝাড়, খুরদা, কটক ও গঞ্জামসহ ২০টিরও বেশি জেলায় বজ্রঝড় ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ১৫ জুলাই ওড়িশার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আইএমডি , তবে নির্দিষ্ট জেলাভিত্তিক সতর্কতা পরে জানানো হবে।
আবহাওয়া দফতর অধিকাংশ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে এবং জনগণকে বিশেষ করে বজ্রপাতপ্রবণ এলাকায় সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। বজ্রঝড়ের সময় গাছের নিচে না যাওয়ার এবং স্থানীয় আবহাওয়া আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

