আগরতলা, ২২ এপ্রিল : কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়েছে শ্রমিক। আজ দুপুরে বিশালগড় রাঙ্গাপানিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন ওই শ্রমিক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুতের কাজ করতে গিয়েছিলেন হীরালাল দাস (৩৬)। কিন্তু কাজ করার সময় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। সাথে সাথে সহকর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে আইজিএম হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

