আইপিএলের পয়েন্ট টেবিল আপডেট: মুম্বই টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল, কলকাতা শেষ স্থানে

কলকাতা, ১ এপ্রিল (হি.স.): সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আট উইকেটের জয়ের পর মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখলো। এই জয়ের মাধ্যমে, মুম্বই টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল, আর কলকাতা শেষ স্থানে নেমে গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

আইপিএল পয়েন্ট টেবিল:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ম্যাচ ২,পয়েন্ট ৪, নেট রান রেট:২.২৬৬

দিল্লি ক্যাপিটালস: ম্যাচ ২, পয়েন্ট ৪, নেট রান রেট :১.৩২০

লখনউ সুপার জায়ান্টস:ম্যাচ ২,পয়েন্ট ২, নেট রান রেট : ০.৯৬৩

গুজরাট টাইটানস: ম্যাচ২,পয়েন্ট২, নেট রান রেট :০.৬২৫

পঞ্জাব কিংস: ম্যাচ ১, পয়েন্ট ২, নেট রান রেট :০.৫৫০

মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ ৩,পয়েন্ট ২,নেট রান রেট : ০.৩০৯

চেন্নাই সুপার কিংস: ম্যাচ ৩,পয়েন্ট ২,নেট রান রেট : -০.৭৭১

সানরাইজার্স হায়দরাবাদ: ম্যাচ ৩,পয়েন্ট ২, নেট রান রেট :-০.৮৭১

রাজস্থান রয়্যালস : ম্যাচ ৩, পয়েন্ট ২, নেট রান রেট : -১.১১২

কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ ৩,পয়েন্ট ২,নেট রান রেট : -১.৪২৮