পূর্ব চম্পারণ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের রক্সৌল শহরের অনুমণ্ডলীয় হাসপাতালের সামনে একটি ৫ তলা বহুতলে ভয়াবহ আগুন লাগে। দমকল বিভাগের তিনটি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গৃহকর্তা মনোজ প্রসাদ জানান, ৭ মার্চ তাঁর মেয়ের বিয়ে ছিল, যার জন্য কেনা ৪-৫ লক্ষ টাকার সামগ্রী পুড়ে গেছে। আগুন প্রথমে পুজোর ঘর থেকে ছড়ায়, তবে সময়মতো সকলেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।