“কলকাতার মানুষ মূলত তাদের জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে”, দিলীপের তোপ

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): “কলকাতার মানুষ মূলত তাদের জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে”। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়, নেতাজি নগরের ৯৯ নম্বর ওয়ার্ডে একটি বহুতল ভবন ভেঙে পড়ার ঘটনায় তোপ দাগলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “কলকাতায় ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা, রাস্তা ভেঙে যাওয়া এবং বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এসব মামলায় কাউকে গ্রেফতার বা শাস্তি দেওয়া হয় না। এর কারণ হল, ফ্ল্যাট নির্মাণে প্রতি বর্গফুটে টিএমসি নেতা, কাউন্সিলর, পুলিশ অফিসার এবং পৌরসভার কর্মকর্তাদের দক্ষিণা বিতরণ করা হয়।

ফলে প্রোমোটাররা কাঠামোগুলি তৈরি করতে নিম্নমানের উপকরণ ব্যবহার করতে বাধ্য হয়। কলকাতায়, কেউ জানে না যে কখন একটি ব্রিজ বা ভবন ভেঙে পড়তে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *