আগরতলা, ১৪ ডিসেম্বর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলার লক্ষীনগরে অভিযান চালিয়ে বনদপ্তরের কর্মীরা প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা হবে।
ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অন্তর্গত লক্ষীনগর ৬ নম্বর ওয়ার্ডে বনদপ্তরের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৫৬ সিফটি চোরাই কাঠ। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকারও বেশি।
উদ্ধারকৃত কাঠগুলো ধর্মনগর ফরেস্ট দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তরের এসডিএফও সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, যদি কেউ এরকম অবৈধ কাঠকারবারি বা তাদের কার্যকলাপ সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে তা অবিলম্বে বনদপ্তরকে জানানোর জন্য। তিনি আশ্বাস দিয়েছেন যে, যেকোনো ধরনের তথ্যের ভিত্তিতে বনদপ্তর দ্রুত ব্যবস্থা নেবে এবং অবৈধ কাঠ উদ্ধার করবে।
এই অভিযানের মাধ্যমে বনদপ্তর চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে এবং স্থানীয় এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।