নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের প্রথমদিকে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে রুশ কূটনীতিক ইয়ুরি উষাকভ জানিয়েছেন। রুশ দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দু’দেশের নেতাই বছরে একবার বৈঠকে বসার চুক্তি করেছেন। এবার রাশিয়ার পালা। ইতিমধ্যেই তাঁরা প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ পেয়েছেন এবং খুবই ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। আগামী বছর বৈঠকের সম্ভাব্য তারিখ জানানো হবে।