লাগাতার সংঘর্ষ বিরতি চুত্ত্ি লঙ্ঘন মেনে নেবে না ভারত, হুঁশিয়ারি জেটলির

jetleyনয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : পাকিস্তান যদি ভারতকে এইভাবে আঘাত করতে থাকে তবে তার ভারী মূল্য দিতে হবে তাদের| এমনভাবে ৱুধবার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সীমান্তে উত্তেজনা নিয়ে নীরবতা দেখিয়ে ভারত অনেক ক্ষতি স্বীকার করেছে| তবে পরিস্থিতি মোকাবিলায় শুধু চুপ করে থাকবে না ভারত, প্র্রয়োজনে প্রত্যাঘাত করা হবে| ২০০৩ সালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করে ভারত| উরি হামলার পর থেকেই বারবার সেই চুক্তি ভাঙছে ইসলামাবাদ| এখন আর ভারতীয় সেনা চৌকি আক্রমণ করেই ক্ষান্ত থাকছে না পাক সেনা, বরং জনবসতি লক্ষ্য করেও গুলি চালাতে শুরু করেছে| মঙ্গলবার পাক সেনার গুলিতে আটজন নিরীহ গ্রামবাসীর মৃতু্য হয়েছে| ৱুধবার তিনি আরও বলেন, নতুন বাস্তবতা হল যে ভারত আর জঙ্গি ঢোকাতে পাকিস্তানি সেনার গুলি সহ্য করবে না| তাদেরও ভারী মূল্য চোকাতে হবে| ২০০৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান| প্রশিক্ষণ দিয়ে জঙ্গিদের চোরাগোপ্তা পথে ভারতে ঢোকাচ্ছে তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *