আগরতলা, ২ নভেম্বর: উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে শনিবার কমলপুর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা ও যোগদানের আয়োজন করা হয়। শনিবার কমলপুর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষতা, এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সংহতি পদযাত্রা ও যোগদানের আয়োজন করা হয়।
এদিন, সংহতি পদযাত্রা শুরু করা হয় সংখ্যালঘু অধ্যুষিত দুর্গা চৌমুহনী ব্লকের মোহনপুর পঞ্চায়েত থেকে শুরু হয়ে শহরের একাংশ পথ পরিক্রমা করে সীমান্তের গঙ্গানগর সংখ্যালঘু গ্রাম পরিক্রমা করে সৈয়দ চৌমুহনীতে সমাপ্ত করে। এরপর যোগদান শান্তির বাজার থেকে বাপি রানী দাস সহ তিন পরিবারের ১৪ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্বরা।
কংগ্রেসের সংহতি পদযাত্রার নেতৃত্ব দেন ধলাই জেলার কংগ্রেস সভাপতি অনিল চন্দ্র দাস, পিসিসি সদস্য মানিক ভট্টাচার্য্য, সমীর দাস,কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার প্রমুখ। এবিষয়ে ধলাই জেলার কংগ্রেস সভাপতি অনিল চন্দ্র দাস বলেন, রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে কমলপুর প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করা হয়। আগামী ১৯ নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করা সংহতি পদযাত্রা সমাপ্ত করা হবে। এর মূল উদ্দেশ্য হল, রাজ্য তথা ভারতবর্ষের জাতি জাতি হিংসা,হানাহানি সেগুলো বন্ধ করে মৈত্রী স্থাপন। আমরা পাহাড়ী-বাঙালি, হিন্দু–মুসলিম এক সাথে বসবাস করতে পারি এরজন্য এই সংহতি পদযাত্রা। তৎ সঙ্গে রাজ্যের বেকারদের কর্মসংস্থান নেই, কাজ নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, পানীয় জলের অভাব।