নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: মোবাইলের চার্জার চুরি করায় এক যুবককে বেঁধে রেখে শাস্তি দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রামনগর সৃষ্টি ক্লাব সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, এক ব্যক্তি তার মোবাইলের চার্জার সহ বিভিন্ন জিনিস খুঁজে পাচ্ছিলেন না। অনুমান করেছিলেন এলাকার এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। বুধবার ওই যুবককে আটক করে হাতে-পায়ে বেঁধে রেখে তাকে জিজ্ঞাসা করলে ওই যুবক স্বীকার করে যে জিনিসগুলি সে চুরি করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা জড়ো হয়ে জানায়, এলাকায় বিভিন্ন জিনিস চুরি করে ওই যুবক। প্রায়শই ব্রাউন সুগার, ইয়াবা ইত্যাদি জাতীয় নেশায় মেতে থাকে সে। এই নেশার টাকা জোগাড় করতে চুরি-কাণ্ড সংঘটিত করে এলাকায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।