নালন্দা, ১৯ জুন (হি.স.) : নালন্দা বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভারতের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন শিল্পকর্মের ডকুমেন্টেশন এখানে করা হচ্ছে। একটি কমন আর্কাইভাল রিসোর্স সেন্টারও প্রতিষ্ঠিত হচ্ছে। নালন্দা বিশ্ববিদ্যালয় আসিয়ান-ইন্ডিয়া নেটওয়ার্ক অফ ইউনিভার্সিটি তৈরির দিকে কাজ করছে।”
প্রধানমন্ত্রীর কথায়, নালন্দাই ভারতের প্রথম ক্যাম্পাস যা নেট জিরো শক্তি, নেট জিরো নির্গমন, নেট জিরো বর্জ্য ধারণা নিয়ে কাজ করে এই ক্যাম্পাস বিশ্বকে পথ দেখাবে।”
আন্তর্জাতিক যোগ দিবসের কথা উল্লেখ করে মোদী বলেছেন, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এখন ভারতে যোগের শত শত শৈলী বিদ্যমান। এর জন্য আমাদের ঋষিরা নিশ্চয়ই কত নিবিড় গবেষণা করেছেন! কিন্তু, কেউ যোগব্যায়ামের উপর একচেটিয়া আধিপত্য তৈরি করেনি। এখন সারা বিশ্ব যোগকে গ্রহণ করছে, যোগ দিবস একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়েছে।