ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট গ্রুপের খেলায় আগামীকাল একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শান্তিরবাজার খেলবে কৈলাশহরের বিরুদ্ধে। খেলাটি হবে ধর্মনগরে কলেজ স্টেডিয়ামে। আজ, সোমবার টুর্নামেন্টের বিরতির দিন ছিল। উল্লেখ্য, শান্তিরবাজার এবং কৈলাশহর দু-দলের কাছেই এটি দ্বিতীয় ম্যাচ। কৈলাশহর এবং উদয়পুরের মধ্যে প্রথম ম্যাচটি বৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিন স্থগিত এবং রিজার্ভ ডে-তে পরিত্যক্ত ঘোষণা হওয়ায় দু-দল দুই-দুই করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। অপরদিকে শান্তিরবাজার তাদের প্রথম ম্যাচে বিশালগড়ের বিরুদ্ধে ৪১ রানের ব্যবধানে জয়ী হয়ে আপাতত চার দলীয় গ্রুপে এ-তে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। লক্ষ্য রয়েছে, আগামীকালের ম্যাচে জয় ছিনিয়ে সেমিফাইনালে পৌঁছার পথ অনেকটা প্রশস্ত করে নেবে। শান্তিরবাজার দল পুরোপুরি ব্যাটিং এর বিষয়ে জনক রিয়াং, কিষাণ মুড়াসিং, অধিনায়ক রাজদীপ দত্তের দিকে তাকিয়ে। বোলিং এর ক্ষেত্রে নির্ভর করছে অপূর্ব বিশ্বাস, বিপ্লব দাস বসন্ত দেওয়ানদের উপর। এদিকে কৈলাশহরও কিন্তু জয়ের লক্ষ্যে মুখিয়ে রয়েছে, প্রথম ম্যাচে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভেস্তে যাওয়া ম্যাচটিকে ভুলে গিয়ে। কৈলাশহর দলেও অভিজিৎ সরকার, অভিক পাল, অর্কপ্রভ সিনহা, সেন্টু সরকার, এমডি আলবাহার, জয়দেব সাহার মতো বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার রয়েছেন।