ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ইতিমধ্যে ২৭ টি স্কুল দলের মধ্যে গ্রুপ লীগ পর্যায়ের শেষে সেরা আটটি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনালের খেলাও সম্পন্ন হয়েছে। আগামীকাল একই মাঠে দুই বেলায় দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে আটটায় টিআইটি গ্রাউন্ডে প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল খেলবে হোলি ক্রস স্কুলের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, মূল পর্যায়ের খেলায় প্রথম কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার নিউ হিন্দি স্কুল ৯ উইকেটের ব্যবধানে ভবন ত্রিপুরা বিদ্যামন্দির কে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন ছয় উইকেট এর ব্যবধানে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল কে পরাজিত করেছে। বুধবার পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে হোলি ক্রস স্কুল ৬ উইকেটের ব্যবধানে হেনরি ডিরোজিও একাডেমিতে পরাজিত করেছিল। বুধবার বিকেলে অপর কোয়ার্টার ফাইনালে প্রগতি বিদ্যাভবন ৭৬ রানের ব্যবধানে শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে।
2024-05-23