BRAKING NEWS

দাবা সংস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু, ওপেন দাবায় নামিদামিরাই এগিয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর সূচনা হলো। রাজ্য দাবা সংস্থার ৫০ তম বর্ষ তথা সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানও বৃহস্পতিবার বর্ণাঢ্য প্রভাত ফেরি এবং পরে রাজ্য ওপেন দাবা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। সকাল সাতটায় এনএসআরসিসির সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এনএসআরসিসিতে এসে শেষ হয়। সকাল ৯ঃ০০ টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের অন্যতম ক্রীড়া সংগঠক তথা অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক, মূল স্পন্সরর শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার প্রাক্তন সম্পাদক অপরাজিত ব্যানার্জি, অল ইন্ডিয়া চেস্ ফেডারেশনের সদস্য দেবব্রত ভট্ট, প্রখ্যাত কোচ দুর্গা প্রসাদ মহাপাত্র, বর্ষিয়ান দাবারু শিখা দাশগুপ্তা, অঞ্জু সরকার, রেকর্ড সংখ্যক ১১ বারের রাজ্য চ্যাম্পিয়ন প্রদীপ কুমার চৌধুরী, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব, পৃষ্ঠপোষক গৌতম বৈদ্য প্রমুখও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু।  সাড়ে দশটায় প্রতিযোগিতা শুরু হলে প্রথম দিনে বৃহস্পতিবার তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। যদিও খবর লেখা পর্যন্ত সময়ে তৃতীয় রাউন্ডের খেলা চলছে। উল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে মুখ্যত নামিদামিরাই জয়ী হওয়ার মধ্য দিয়ে এগিয়ে রয়েছে। সব মিলিয়ে ১৬০ জন দাবারু এবারকার পঞ্চাশ তম ওপেন রাজ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *