BRAKING NEWS

হার্ভে, কসমোপলিটন, পোলস্টার, চলমানের মধ্যে এ ডিভিশন সুপার ফোর ক্রিকেট শুরু ২৫ মে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এ-ডিভিশন সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষিত। সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগ ক্রিকেট থেকে সুপার ফোরে উন্নীত চারটি দল হলো যথাক্রমে হার্ভে ক্লাব, কসমোপলিটন ক্লাব, চলমান সংঘ ও পোলস্টার ক্লাব। ক্রীড়া সূচি অনুযায়ী সুপার ফোরের ম্যাচ মানে দুদিনের খেলা। প্রতিদিন ৯০ ওভারের ম্যাচ। ২৫ ও ২৬ মে টি আই টি গ্রাউন্ডে হার্ভে খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে কসমোপলিটন ও পোলস্টার পরস্পরের মুখোমুখি হবে। ২৮ ও ২৯ মে টিআইটি গ্রাউন্ডে হার্ভে খেলবে পোলস্টারের বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কসমোপলিটন ও চলমান সংঘ পরস্পরের মুখোমুখি হবে। ৩১ মে ও ১ জুন এমবিবি স্টেডিয়ামে হার্ভে ও কসমোপলিটন পরস্পরের বিরুদ্ধে খেলবে। টিআইটি গ্রাউন্ডে পোলস্টার খেলবে চলমান সংঘের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *