কোটা, ১৬ মে (হি. স.): বাবা-মায়ের ছোট্ট ভুল প্রাণ কাড়ল শিশুকন্যার। গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুর। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার দুই মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন প্রদীপ নগর নামে এক ব্যাক্তি। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে শিশু কন্যাসন্তানটিকে গাড়িতে রেখেই নেমে যান সকলে। গাড়ি থেকে নামার সময় কেউই খেয়াল করেননি পিছনের সিটে শিশুটি ঘুমিয়ে পড়েছিল।
বিয়েবাড়িতে ২ ঘণ্টা কাটানোর পর সকলে খেয়াল করেন শিশুটি তাঁদের সঙ্গে নেই। এরপর সব জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। সবশেষে গাড়িতে ফিরে শিশুটিকে দেখতে পান বাবা, মা। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ