চৈত্র সংক্রান্তি উপলক্ষে চড়ক পূজা ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ এপ্রিল: ধর্মনগর মহকুমার অন্তর্গত দিনানাথ নারায়ণী বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত হলো চিরাচরিত প্রথায় চড়ক পূজা।  চৈত্র সংক্রান্তির গ্রামীণ জীবনের সাংস্কৃতিক হিন্দু ধর্মাবলম্বী জনগণের চড়ক পুজো। ধর্মনগর শহরে বড় চারটি চড়ক পূজা হয়ে থাকে, এর মধ্যে এই চড়ক পূজাটি সবচেয়ে বড় হয়ে থাকে।  হাজারো মানুষ আসে এই চড়ক পূজার গাজন নৃত্য দেখতে।

চড়ক পূজায় সাধারণত কালী ও শিবের নাচ একটি মুখ্য অংশ হয়। কালী মার আদিশক্তি দেখানো হয়। এই নাচের মাধ্যমে মানুষের জীবনের চলারও নির্দিষ্ট ধারণা দেওয়া হয়। এটি একটি মহৎ উৎসব যেখানে ধার্মিক এবং সাংস্কৃতিক দুটি মূল দিক একসাথে সমন্বয় করা হয়ে থাকে ।