ফের নেশা সামগ্রী আটক সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর ১২ই মার্চ: রাজ্যের যুবকরা নেশায় হাবুডুবু খাচ্ছে। রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত পথে এসব নেশা সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে। ত্রিপুরায়  নিয়ে আসার প‌থে ল‌রি বোঝাই প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তিয় কফ সিরাফ  ধরা পড়ল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।

এ কা‌ন্ডে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে আটক করা হয়ে‌ছে ল‌রি চালক ও সহচালক‌কে। জানা গে‌ছে মঙ্গলবার সকা‌লে ডাব্লু‌বি(ফোর সে‌ভেন,টু ওয়ান জি‌রো র্থি)নম্ব‌রের এক‌টি বা‌রো চাকার ল‌রি কলকাতা থে‌কে রকমা‌রি কাপড় বোজাই ক‌রে ত্রিপুরার প্রবে‌শের মু‌খে চুরাইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ ‌পো‌স্টে পৌছা‌লে ল‌রি‌টি‌তে দলবল নি‌য়ে যথারী‌তি তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি।

এ‌তে বি‌ভিন্ন কাপ‌ড়ের প‌্যা‌কে‌টের আড়াল থে‌কে ১৯৩ কার্টু‌নে ৯৭০০ বোতল নেশা জা‌তিয় এস্কাফ ও ফে‌ন্সি‌ডিল কফ সিরাফ বা‌জেয়াপ্ত হয়।যার কা‌লোবাজারী মুল‌্য প্রায় এক কো‌টি টাকার মত হ‌বে।

এ কা‌ন্ডে উক্ত ল‌রির চালক ও সহচাল‌কেও পাকড়াও ক‌রে‌ছে পু‌লিশ।ধৃত‌দের ম‌ধ্যে রয়ে‌ছে সদানন্দ রায় ও সঞ্জয় রায়।তা‌দের উভ‌য়ের বা‌ড়ি প‌শ্চিমব‌ঙ্গে।পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।অসম পু‌লি‌শের এ‌হেন ঘন ঘন নেশা বি‌রো‌ধি অ‌ভিযা‌নে স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন এলাকার স‌চেতন মহল। ধৃত‌দের বুধবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।