দীপাকে সংবর্ধনা অলিম্পিক এসোর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৭ জানুয়ারি।। ভারতীয় জিমন্যাস্টিক্সের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় তারকা দীপা কর্মকার। ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে তাঁর পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছিল গোটা জিমন্যাস্টিক্সের দুনিয়ার। আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে একেবারে সমানে সমানে লড়াই করেছিলেন সেবার। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর। তাঁর প্রদুনোভা রুটিন নজর কেড়েছিল সকলের। এরপরেই চোটের কবলে পড়তে হয় তাঁকে। দীর্ঘদিন তিনি চোটের সঙ্গে লড়াই করে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন। আর ফিট হয়ে দীর্ঘ আট বছর বাদে জাতীয় পর্যায়ে সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ফিরছেন তিনি।  এবং ফিরেই আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ভলটিং টেবিল ইভেন্টে ভারত সেরার খেতাব দখল করেন দীপা। ফলে ফেব্রুয়ারি মাসের ১৬ থেকে ১৮  কায়রুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ দলে নির্বাচিত হন তিনি।তাতে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী দীপা কর্মকার। পুনরায় ভারত সেরা হওয়ায় বিশ্বকাপে ভালো ফলাফল করার জন্য তাকে মোটিভেট করতে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে শনিবার দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে  সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলায় এনএসআরসিসিতে আয়োজিত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের দেওয়া সংবর্ধনা গ্রহণ করে দীপা জানান সামনেই রয়েছে আন্তর্জাতিক আসর। সেখানে নিজেকে সারাটা দেওয়ার চেষ্টা করা হবে। লক্ষ্য আগে থেকে আরো ভালো কিছু করার। আর সেই লক্ষ্যেই আন্তর্জাতিক আসরে অংশ নিতে চলছে এখন প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *