করিমগঞ্জ (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ১৭ জানুয়ারি, বুধবার সকাল ১১টায় করিমগঞ্জ শহরে অবস্থিত পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ এবং বিকাল ৩-টায় শহরের স্টেশন রোডে গঙ্গা ভাণ্ডারের সম্মুখবর্তী স্থানে বিকশিত ভারত সংকল্প যাত্রার পৃথক দুই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে করিমগঞ্জের পুরপতি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যথা পিএমএওয়াই, পিএম স্বনিধি, আয়ুষ্মান কার্ড, উজ্জ্বলা গ্যাস, অরুণোদয় ইত্যাদির সুবিধাভোগী এবং সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাঁরা ওই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য সুবিধাভোগী হতে ইচ্ছুক, তাঁদেরকেও বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

