কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : পাকা চাকরি পাওয়ার পর কেটে গিয়েছে প্রায় এক বছর। তবে সিংহভাগেরই এখনও যোগদানের সুযোগ হয়নি। বৃহস্পতিবার তা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি পাওয়া হবু আইসিডিএস (সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা) সুপারভাইজাররা। সল্টলেকে আইসিডিএসের সদর অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ। বিকালের দিকে খানিক বাদানুবাদ চলে। অভিযোগ, জোর করে আন্দোলনকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টাও করে পুলিশ।
২০১৯ সালে আইসিডিএস সুপারভাইজার পদে পিএসসি-র মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ফলাফল বেরোলে জানা যায়, ২,৯৩১ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে প্যানেলে থাকা ১৩৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও বাকিদের এখনও নিয়োগ হয়নি। কেউ বার বার দফতরে যাচ্ছেন কেউ বা জেলাশাসকের অফিসে গিয়ে খোঁজ নিচ্ছেন। অনেক দিন ধরেই চলছে এই পর্ব। দ্রুত নিয়োগের জন্যই তাঁদের এই আন্দোলন। তাঁরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সমস্ত প্রক্রিয়া মিটে যাওয়ার পরেও যোগদান করাতে কেন এতদিন সময় লাগছে?
নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ক্ষমতায় এসেই এই নিয়োগ পিএসসি-র মাধ্যমে শুরু করি। বাম আমলে এই নিয়ে এত অনিয়ম হয়েছে যে এর খেসারত আজও আমাদের দিতে হচ্ছে। সমস্যা হল আইসিডিএস কর্মী যাঁরা, তাঁরা পদোন্নতির মাধ্যমে এই পদে আসার জন্য মামলা করেছে। বিষয়টি বিচারাধীন এখনও। সে কারণে যাঁরা সরাসরি সুপারভাইজার হিসেবে নিয়োগ হয়েছেন, তাঁদের একটা বড় অংশ এখনও জয়েনিং পাননি। তবে জোর গলায় বলছি, সবটাই সবার জানা। খুব স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে। ভয়ের কিছু নেই, জয়েনিং হবেই সকলের। এর জন্য রাস্তায় নেমে প্রতিবাদের কোনও প্রয়োজন ছিল না। কেউ কেউ হয়ত এতে ইন্ধন দিচ্ছেন।’
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির পর ২০২২ সাল থেকেই পুরোদমে চালু হয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। মূলত, এই কেন্দ্রগুলিতে অন্তঃসত্ত্বা, সদ্য মা হয়েছেন এমন মহিলা এবং শিশুদের দেওয়া হয় পুষ্টিকর খাবার। রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি, রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৮১। প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকেন। জেলায় ডিপিও, সিডিপিও এবং সুপারভাইজাররা থাকেন। অনেক জেলাতেই সুপারভাইজারের ক্ষেত্রে শূণ্যপদ তৈরি হয়। তখনই এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।

