মুখ্যমন্ত্রীর নির্দেশে চড়িলাম ব্লকের লক্ষী দত্তকে আর্থিক সহায়তা

আগরতলা, ৩ জানুয়ারি, ২০২৪ : গতকাল, ২জানুয়ারি, ২০২৪ তারিখে প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত ’মুখ্যমন্ত্রীর উদ্দশ্যে বৃদ্ধার আবেদন’ শীর্ষক সংবাদটি মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহার দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহা বিশালগড়ের মহকুমা শাসককে দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন৷ এছাড়াও কিভাবে প্রশাসনের পক্ষ থেকে ঐ অসহায় মহিলাকে সাহায্য করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ২ জানুয়ারি বিশালগড়ের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা চড়িলাম ব্লকের আড়ালিয়া পঞ্চায়েতের কালিটিলায় লক্ষী দত্ত নামে ঐ মহিলার বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক তুলে দেন৷ এছাড়াও মহিলার বৃদ্ধা ভাতা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সজনিত অসুুবিধার কারণে মহিলাকে বিধবা ভাতা দেওয়ার জন্য আবেদন করতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে৷
মহকুমা শাসক শ্রীচক্রবর্তী জানান, চড়িলাম ব্লকের আড়ালিয়া পঞ্চায়েতের কালিটিলার বাসিন্দা লক্ষী দত্তকে ইতিমধ্যেই প্রধানমী আবাস যোজনায়-গ্রামীণ পাকাঘর দেওয়া হয়েছে এবং তা যথারীতি নির্মিত হয়েছে৷ ঐ বাড়িতে বর্তমানে স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় নির্মাণ করা হয়েছে৷ প্রায়োরিটি গ্রপের রেশনকার্ডের মাধ্যমে প্রতিমাসে বিনামূল্যে ২০ কেজি করে চাল পাচ্ছেন৷ এছাড়াও এই পরিবারে এমজিএন রেগায় জবকার্ড রয়েছে যাতে এখন পর্যন্ত ৬৮ শ্রমদিবসের কাজ পেয়েছেন৷ পিএম উজ্জলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে৷ পরিবারের গৃহে বর্তমানে বিদ্যৎ সংযোগ রয়েছে এবং জলজীবন মিশনে পাইপলাইন বসানোর কাজ চলছে৷