ধর্মনগর, ২ জানুয়ারি: রেলের কাজ করতে আসা শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে পানিসাগর থানাধীন উত্তর দেওছড়া ২ নং ওয়ার্ডে এলাকায় তাঁর সহকর্মীরা রেল লাইনের পাশে দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
জনৈক সহকর্মী জানিয়েছেন, কৃষ্ণপুর পানিসাগর থানাধীন এলাকার বাসিন্দা অপু দাস (৪৮)-র মৃতদেহ উদ্ধার হয়েছে। অপু দাস জব ইস্ট ডট ইন সংস্থায় কর্মরত শ্রমিক ছিলেন। তাঁরা দুই জন রেলের ইলেকট্রিফিকেশনের কাজ করে। অপু দাস নাইট গার্ডের কাজে নিযুক্ত। গতকাল রাত আনুমানিক ৯ টার পর থেকে অপু দাসের মোবাইল বন্ধ ছিল। রাত্র ১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত খোঁজাখুঁজি করতে গিয়ে অপু দাসের দুইটি জুতা পাওয়া যায় প্রায় এক কিলোমিটার দূরত্বের ব্যবধানে। কাকড়ি নদীর ব্রিজের আশপাশ এলাকা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয়েছিল। কিন্তু তাঁর কোনো হদিশ পাওয়া যায় নি। আজ সকালে রেল লাইনের পাশে দেহ দেখতে পেয়েছেন তাঁরা। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছেন।
স্ত্রী বীথিকা দাস জানিয়েছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়। অপু দাসকে খুন করা হয়েছে বলে দাবি। রাত দুইটায় এক সহকর্মীর কাছ থেকে সে খবর পায় যে অপু দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না।