নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ ডিসেম্বর : বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রয়াত কংগ্রেস নেতা অধীর সাহার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সেখানে উনার পরিবার পরিজনদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি ঐ এলাকার দীর্ঘদিন ধরে অসুস্থ প্রবীণ নাগরিক কেশব চন্দ্র সিংহের শারীরিক খোঁজ খবর নেন এবং উনার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার আশ্বাস দেন।
পরবর্তী সময়ে এলাকার প্রবীণ কংগ্রেস সমর্থক সুধীর সূত্রধরের বাড়িতে গিয়ে উনার শারীরিক খোঁজ খবর নিয়েছেন তিনি। উনার সাথে ছিলেন ব্লক সভাপতি স্বরূপানন্দ দাস, কংগ্রেস নেতা সুমন ঘোষ, যুব ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ।
2023-12-24

