নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : সংসদের নিরাপত্তায় ত্রুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়া উচিত, বলে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সংসদে আচমকাই দর্শক গ্যালারি থেকে দুজনের হামলা করার বিষয়ে খাড়গে এই মন্তব্য করেন।
রাজ্যসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এপ্রসঙ্গে জানান, বুধবার সংসদের নিরাপত্তায় একটি বড় ত্রুটি হয়েছে। এটি একটি গুরুতর বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত উভয় কক্ষে এই বিষয়টি নিয়ে জবাব দেওয়া। খাড়গে বুধবার রাজ্যসভায় ফ্লোরের মাধ্যমে এই দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের উভয় কক্ষে এই বিষয়ে উত্তর দিন।” তিনি বলেন, প্রশ্ন হল এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে লোকসভার দর্শক গ্যালারি থেকে দু’জন লোক ভিতরে এসে হাউসে ঢুকে গ্যাস ছড়াতে শুরু করলেন এবং স্লোগান দিতে লাগলেন ? আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। চেয়ারম্যান, খাড়গের প্রশ্নের উত্তরে জানান, লোকসভার দর্শক গ্যালারিতে যারা অনুপ্রবেশ করেছিল তারা ইতিমধ্যে ধরা পড়েছে। মামলার তদন্ত চলছে। ফলাফল আসার সঙ্গে সঙ্গে তিনি সদস্যদের জানাবেন।
বুধবার লোকসভার কার্যক্রম চলাকালীন দর্শক গ্যালারি থেকে দুই যুবক ঝাঁপিয়ে পড়ে হাউসে। উভয় যুবক স্লোগান দেয় এবং রঙিন গ্যাস স্প্রে করে। এর জেরে সংসদে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লোকসভার স্পিকার কার্যবিবরণী মুলতবি করতে বাধ্য হন।

