বিজেপি সরকার এবং সে দলের মন্ত্রীরা সকলেই নারীবিদ্বেষী ও পুরুষতান্ত্রিক : মহুয়া মৈত্র

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সরকার ও বিজেপির মন্ত্রীদের সকলকেই নারীবিদ্বেষী ও পুরুষতান্ত্রিক আখ্যা দিয়েছেন মহুয়া মৈত্র। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে দাঁড়িয়ে মহুয়া বলেছেন, “এমন নির্লজ্জ মন্ত্রীরা একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন কথা বলতে পারেন, তাই ভারতের এই অবস্থা। বিজেপি সরকার এবং বিজেপির মন্ত্রীরা সকলেই নারীবিদ্বেষী ও পুরুষতান্ত্রিক এবং তারা মহিলাদের অপছন্দ করেন। তাঁর ক্ষমা চাওয়া উচিত, কিন্তু তিনি এতটাই নির্লজ্জ যে তিনি তা করবেন না।”

প্রসঙ্গত, বুধবার সংসদের অধিবেশনের ফাঁকেই গিরিরাজ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দুনিয়ায় রয়েছেন। বাংলায় যখন গরিবের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি হচ্ছে, তখন উনি ঠুমকা লাগাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। উচিত নয়।’’ প্রসঙ্গত, ‘ঠুমকা’ নৃত্যশৈলীর একটি মুদ্রা। তবে তা সাধারণত খুব ‘প্রশংসাসূচক’ অর্থে প্রয়োগ করা হয় না। সেই সূত্রেই গিরিরাজের মন্তব্য শুনে অনেকের মনে হয়েছে, মমতাকে তির্যক আক্রমণ করতেই এ হেন শব্দ ব্যবহার করেছেন গিরিরাজ।

এদিকে, গিরিরাজ সিংয়ের মন্তব্যের প্রতিবাদে এদিন সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। মহুয়া মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন শতাব্দী রায়, মৌসম বেনজির নূর, মালা রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *