১৩৯ নং ব্যাটেলিয়ন জওয়ানদের উদ্যোগে  অনুষ্ঠিত  সিভিক অ্যাকশন প্রোগ্রাম

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ নভেম্বর : ভারতীয় সীমান্ত বাহিনীর উদ্যোগে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে পানিসাগরে সমাজ সচেতনতামূলক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সীমা সুরক্ষা বাহিনীর উত্তর ত্রিপুরার বকব‌কি‌স্থিত ১৩৯ নং ব্যাটেলিয়ন জওয়ানদের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম। এ‌দিন মুল অনুষ্টান‌টি পা‌লিত হয় বকবকি মাধ্যমিক বিদ্যালয়ে।সকাল সা‌ড়ে এগা‌রোটায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর হেডকোয়ার্টারের সিও আনিলকুমার গুলেরিয়া

।‌প‌রে স্থানীয় পড়ুয়ারা প‌রি‌বেশন ক‌রে মনমুগ্ধকর উ‌দ্বোধনী সংগীত।তি‌নি নিজ বক্ত‌ব্যে অনুষ্টা‌নের মুল উ‌দ্দেশ‌্য ব‌্যাখা ক‌রেন সিও।‌তি‌নি জানান সীমা সুরক্ষা বা‌হিনী শুধু দে‌শের সীমানা প্রহরায় ব‌্যস্থ না সমা‌জের হ‌য়েও কিছুটা কাজ ক‌রে চল‌ছে।প্রায় প্রতি বছর সি‌ভিক অ‌্যাকশন প্রোগ্রা‌মের মাধ‌্যমে এলাকার পিছপড়া জনগন সহ পড়ুয়া‌দের উপহার সামগ্রী দি‌য়ে উৎসা‌হিত করা হয়।জনগন‌কে সা‌থে নি‌য়ে কাজ কর‌তে চায় বিএসএফ।

এদিনের অনুষ্টা‌নে ‌বিএসএ‌ফের প‌ক্ষে স্থানীয় পড়ুয়া‌দের ম‌ধ্যে স্কুল ব্যাগ খাতা কলম সহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।ইত্যাদি তুলে দেওয়া হয়।প‌রে অনু‌ষ্টিত হয় সাংস্কৃ‌তিক অনুষ্টান সহ আ‌লোচনা সভা।এ‌তে স্থানীয়‌দের ম‌ধ্যে বি‌শিষ্ট জ‌নেরা উপ‌স্থিত থে‌কে সীমা সুরক্ষা বা‌হিনীর জওয়ানদের সামা‌জিক কা‌জের ভূয়সী প্রশংসা ক‌রেন।