নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ মে৷৷ সিপিএম মহকুমা কমিটির পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে খোয়াই শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকাগুলিতে মহিলাদের উপর অপরাধমূলক নানাবিধ ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য এবং গত দুই মাসে বেশ কয়েকটি ধর্ষণ, শ্লীলতাহানি এবং বধূ নির্যাতনের মামলা খোয়াই মহকুমার থানাগুলিতে লিপিবদ্ধ হওয়ার কারণে এবং মহিলাদের ব্যবহার করে অসামাজিক কার্যকলাপের উর্দ্ধমুখী ঘটনা সহ অবিলম্বে মহিলা সংক্রান্ত যাবতীয় মামলায় দোষীদের গ্রেপ্তার ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণ করার জন্য খোয়াই জেলা পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তীর নিকট স্মারকলিপি প্রদান করল সিপিএম মহকুমা কমিটির ৬ সদস্যক এক প্রতিনিধি দল৷ এদিনকার ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন সিপিমে মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় নির্মল বিশ্বাস ও বিদ্যুৎভট্টাচার্য, সিপিএম সুভাষপার্ক ও খোয়াই অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক ও গৌতম পাল সহ অন্যান্যরা৷ এদিন সিপিএম নেতৃত্বরা জেলা পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানান মহিলা সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য৷ ইদানিংকালে দু-দুটি মহিলা সংক্রান্ত মামলা খোয়াই থানায় লিপিবদ্ধ হয়েছে৷ একটি উত্তর সিঙ্গিছড়া গ্রামে অপরটি খোয়াই মরানদী এলাকায়৷
2016-05-28
