নাহন, ২০ আগস্ট (হি.স) : হিমাচল প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ রবিবার সকালে সিরমাউর জেলার পাওন্তা সাহেব বিধানসভা কেন্দ্রে যান বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এখানে সিরমাউরি তাল এবং অন্যান্য ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন নাড্ডা৷
নাড্ডা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, বিজেপি রাজ্য সভাপতি ডঃ রাজীব বিন্দল, সিমলা সংসদীয় কেন্দ্রের সাংসদ সুরেশ কাশ্যপ, স্থানীয় বিধায়ক সুখরাম চৌধুরীও রবিবার হিমাচলের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে উপস্থিত ছিলেন।
নাড্ডা সিরমাউরি তালসহ রাজবনে ত্রাণ শিবির পরিদর্শন করেন ৷ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ক্ষতিগ্রস্ত এলাকায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের অবস্থা জানতে চান। তাঁদের সবরকমের সাহায্যের প্রতিশ্রুতিও দেন নাড্ডা৷
নাড্ডা জানান, কেন্দ্রীয় সরকার হিমাচলের জন্য উদ্বেগ প্রকাশ করেছে ৷ কেন্দ্রীয় সরকার এই বিপর্যয়ের সময়ে রাজ্য সরকারের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে চায় ৷ কেন্দ্রীয় সরকার হিমাচলের ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্তরকমের সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন জেপি নাড্ডা৷

