এক যুবকের বিরুদ্ধে অটো চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আগরতলা, ২৮ জুলাই (হি.স.) : নানা অছিলায় দীর্ঘ দিন ধরেই অটো চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন খোয়াই এলাকার বাসিন্দা লক্ষ্মণ দেবর্বমা। আজ দুপুরে খোয়াই অফিসটিলা এলাকা থেকে স্থানীয় জনগন তাকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

জনৈক অটো চালক অভিযোগ করেন, আগরতলা থেকে ওই যুবক প্রায়ই অটো ভাড়া করে খোয়াই যেতেন। তখন ওই অটো চালকদের কাছ থেকে লক্ষ্মণ দেবর্বমা কখনো ২০০ টাকা, ৫০০ টাকা কিংবা ৫০ টাকা ধার নিতেন। তিনি অটো চালকদের আশ্বাস দিতেন, যে পুনরায় আগরতলা ফিরে যাবেন এবং তাঁদের ভাড়া সহ ধারের টাকা মিটিয়ে দেবেন। কিন্তু তিনি অটো চালকদের কাছ থেকে টাকা ধার নিয়ে পালিয়ে যেতেন।

তিনি আরও অভিযোগ করেন, এইভাবে বেশ কয়েকজন অটো চালকের সাথে প্রতারণা করেছেন লক্ষ্মণ। শুক্রবার দুপুরে লক্ষ্মণ দেববর্মা আগরতলা থেকে খোয়াই অটো ভাড়া করে গিয়েছিলেন। তখন খোয়াই অফিসটিলা এলাকা থেকে স্থানীয় জনগণ তাঁকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *