জম্মু, ২৪ জুন (হি.স.): নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বড়সড় তল্লাশি অভিযানে নামল ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চ সেক্টরে শনিবার সকাল থেকে চলছে চিরুনি তল্লাশি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া মাত্রই তল্লাশি অভিযান চালানো হয়। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। মাঝেমধ্যে গুলির শব্দও শোনা গিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি দেখা মাত্রই পুঞ্চ সেক্টরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলেছেন, এবং একটি সংক্ষিপ্ত গুলি বিনিময় হয়। এখনও পর্যন্ত এর থেকে বিশদ কিছু জানা যায়নি।
2023-06-24

