ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।। গ্র্যাডেশন পাওয়ার লক্ষ্যে স্কোরাররা পরীক্ষায় বসলেন। প্রথমত দু-তিন দিনের শিবিরে অনলাইন ও অফলাইনে স্কোরিং বিষয়ে অনেক কিছু শিক্ষনীয় বিষয়ে অবগত হয়ে স্কোরাররা আজ পরীক্ষার টেবিলে বসেছেন। কতটুকু অভিজ্ঞতায় রয়েছে বা শিবিরে কতটুকু নতুন কিছু জেনেছেন তার পুরোটাই কাগজে-কলমে প্রয়োজনে অনলাইনে নিজেদের দক্ষতার জানান দিতে ৪৮ জন স্কোরার আজ পরীক্ষার্থীর ভূমিকা পালন করেছেন। এবার নির্দিষ্ট সময় অপেক্ষায় কাটাবেন ফলপ্রকাশের জন্য। প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্কোরারদের গ্র্যাডেশন দেওয়া হবে বলে টিসিএ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ক্রিকেটের সাথে যুক্ত অন্যান্য কর্মীদেরও মান উন্নয়নে বদ্ধপরিকর ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। আর সেই লক্ষ্যেই আগরতলা এমবিবি ক্লাব হাউজে অনুষ্ঠিত হয়েছে স্কোরারদের নিয়ে বিশেষ কর্মশালা। সঠিক পদ্ধতিতে নির্ভুল স্কোরিং করার জন্যই এই কর্মশালা সম্পন্ন হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত তিন দিনের কর্মশালার শেষ দিন আজ, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পরীক্ষার আসনে ৪৮ জন স্কোরার নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
2023-05-23