নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছিল জগন্নাথ বাড়ি পার্কটি৷ কিন্তু পার্কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ তাদের অভিযোগ সঠিক ভাবে সংস্কারের অভাবে ও নির্মাণ কাজে গাফিলতির কারনে পার্কের সৌন্দর্য নষ্ট হচ্ছে৷ স্মার্ট সিটি প্রকল্পের অধীনে কাজ চলছে শহরের বিভিন্ন প্রান্তে৷ অনুরূপ ভাবে জগন্নাথ জিউ মন্দিরের বিপরীতে অবস্থিত পার্কটির সৌন্দর্যায়ন ঘটানো হয়৷ পার্কের পুরনো সংস্কার গুলি ভেঙ্গে আধুনিক সামগ্রী বসানো হয়েছে পার্ক জুড়ে৷ শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা৷ একই সঙ্গে সকাল সন্ধ্যা এই পার্কে নিয়ম করে ভ্রমণের জন্য করা হয়েছে রাস্তা৷ লাগানো হয়েছে গাছ পালা৷ বাঁধানো হয়েছে পার্ক সংলগ্ণ দিঘির পাড়৷ সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর ঘটাকরে এই পার্কটি শহরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়৷ কিন্তু অভিযোগ কোটি কোটি টাকা ব্যয় করে পার্কটির সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য বসানো সামগ্রী ভেঙ্গে যাচ্ছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিজ্ঞান সম্মত ভাবে পার্কের নির্মাণ কাজ হয়নি৷ তার উপর সংস্কার না করায় নষ্ট হচ্ছে পার্কের সৌন্দর্য৷ পার্ক জুড়ে নোংরা আবর্জনা৷ পুর নিগমকে জানানোর পরেও কোন লাভ হয়নি৷ এটা অর্থের অপচয় বলে জানান স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় ক্লাবের উদ্যোগে কিছু চেষ্টা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা৷
2023-03-13