BRAKING NEWS

সংসদে জেটলির বাজেট পেশ, প্রভাব পড়ল শেয়ার বাজারে

SHAREনয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): সোমবার সংসদে ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তার জেরে রেকর্ড পতন শেয়ার বাজারে| গত ৫২ সপ্তাহের ট্রেন্ড দেখলে এদিনই সেনসেক্স এবং নিফটি-সূচক ছিল সব থেকে নিচে| ৬০০-র বেশি পড়ে যায় সেনসেক্স| অন্যদিকে, নিফটিতে ২০০ পয়েন্টের পতন দেখা যায় এদিন|
দুপুর ১.৩০-এ সেনসেক্স এসে দঁাড়ায় ২৩১৮৮.৭২ পয়েন্টে| নিফটির সূচক ছিল ৭০৫২.০০ পয়েন্টে| ডলারের তুলনায় টাকার দাম অনেকটাই পড়ে এসে দঁাড়ায় ৬৮.৫২-এ| বিশেষজ্ঞদের মতে, বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জিএএআর নিয়ে ঘোষণাই শেয়ার বাজারে এই পতনের পিছনে দায়ী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *