আগরতলা, ৩১ জানুয়ারি(হি. স.) : কাগুজে বিপ্লবেই আপাতত থেমে রইল সিপিএম। দীর্ঘদিনের কমিউনিস্ট বন্ধু বর্তমানে কৈলাসহর কেন্দ্রে বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন বাতিলের দাবিতে রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁর যুক্তি, মবস্বর আলি বিধানসভার সদস্যপদ এবং সিপিএমের সভ্যপদ থেকে পদত্যাগ করেননি। তাই, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিল করা হোক। কিন্তু, মনোনয়ন পত্র পরীক্ষার সময় তাঁর বিরুদ্ধে কেউ আপত্তি জানাননি। তাই, বিজেপি প্রার্থী হিসেবে মবস্বর আলির মনোনয়ন বৈধ বলেই সিলমোহর দিয়েছেন রিটার্নিং অফিসার, এমনটাই জানালেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার।
আজ কৈলাসহরের রিটার্নিং অফিসারকে লেখা চিঠিতে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ২০১৮ সালে সিপিএম প্রার্থী হিসেবেই মবস্বর আলি কৈলাসহর কেন্দ্রে নির্বাচিত হয়েছিলেন। এক্ষেত্রে বিধানসভার সদস্য পদে পদত্যাগ কিংবা দল থেকে বহিষ্কার ছাড়া তিনি অন্য কোন রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ অথবা নির্দল প্রার্থী হতে পারেন না। অথচ, সিপিএমের বিধায়ক হওয়া সত্বেও মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি নিজেকে বিজেপি দলের সদস্য উল্লেখ করেছেন।
তাঁর দাবি, দলীয় প্রতীক চিহ্ন ব্যবহার সংক্রান্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী মবস্বর আলি বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন না। কারণ, তিনি বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেননি এবং সিপিএমের সভ্যপদ ছাড়েননি। তাই, তাঁর মনোনয়ন বাতিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক, দাবি জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এ-বিষয়ে কৈলাসহরের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক প্রদীপ সরকার বলেন, আজ মনোনয়ন পত্র পরীক্ষার সময়ে হাজির থেকে কেউই বিজেপি প্রার্থী মবস্বর আলির বিরুদ্ধে আপত্তি জানাননি। ফলে, তাঁর বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তাঁর জানিয়েছেন, বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন পত্র বৈধ বলেই বিবেচিত হয়েছে।