নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলী গাঁওসভার সাত পরিবারের ২২ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন৷ এক সভার মধ্য দিয়ে দলীয় পতাকা তুলে নিয়ে তাদেরকে বিজেপিতে বরণ করে নেওয়া হয়৷
ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পরপরই দক্ষিণ ঘিলাতলীতে কংগ্রেস ও শাসক দল ছেড়ে যোগদান করেছেন৷ দক্ষিণ ঘিলাতলীর শান্তিপুরে এক স ভায় নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করেন দলীয় নেতৃবৃন্দ৷ এই উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শম্ভু বিশ্বাস বলেন, রাজ্যে খুন, সন্ত্রাস, ধর্ষণ সহ অপরাধপ্রবণতা ক্রমশ বেড়েই চলেছে৷ দুর্নীতি থেকে মুক্তি পেতেই মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ রাজ্যে শাসকদলের বিকল্প হিসেবে বিজেপির শক্তি বৃদ্ধি করতে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে এগিয়ে আসার জন্য বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷
2016-02-27
