BRAKING NEWS

চোখের জলে শেষ বিদায় জানানো হল পাম্পোরায় নিহত জওয়ান পবন কুমারকে

PawanKumarজিন্দ (হরিয়ানা), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ পবন কুমারকে চোখের জলে শেষ বিদায় জানানো হল| সোমবার হরিয়ানার জিন্দে বীর জওয়ানের পৈত্রিক গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়|
\াঠ আন্দোলনের জেরে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে হরিয়ানা| সেই তালিকায় রয়েছে জিন্দও| সেখানে এখনও কারফিউ জারি রয়েছে| ফলে, সেনাবাহিনী ও রাজ্য সরকারের বিশেষ অনুরোধে জাঠ আন্দোলনকারীরা রাস্তা ফাঁকা করে দেন যাতে শহিদের মরদেহ তাঁর ভিটেতে পৌঁছতে পারে|
এর আগে, পাঠানকোটে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানানো হয় শহিদ পবন কুমারকে| সেখান থেকে তেরঙায় মোড়া কফিনে বায়ুসেনার বিমানে করে তা হরিয়ানায় আনা হয়| পবনের নিজের গ্রাম বধানায় শহিদকে গান-স্যালুট দেওয়া হয় সেনাবাহিনীর তরফ থেকে| পবনের শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর বাবা রাজবীর সিংহ, যিনি পেশায় চিকিত্সক|
\াঠ আন্দোলনের জেরে জিন্দ ক্ষতিগ্রস্ত হলেও এদিন ভূমিপুত্র পবন কুমারকে শেষবার দেখতে প্রচুর মানুষ জমায়েত করেন| উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পদস্থ কর্তা এবং হরিয়ানা সরকারের মন্ত্রী-আমলারা| এছাড়া উপস্থিত ছিলেন শাসক ও বিরোধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *