জেএনইউ ইস্যুতে এসএফআই’র মিছিল

SFI TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ দিল্লিতে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে হামলার ঘটনা এবং ছাত্র নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রাজ্যের কলেজ ছাত্রছাত্রীরাও প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়৷ মহিলা কলেজ, এমবিবি কলেজ এবং রামঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এই মিছিল সংগঠিত করা হয়৷ সিপিএমের পক্ষ থেকে একই দাবিতে আজ আগরতলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *