গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : মুখে যতই পরস্পর পরস্পরকে গালমন্দ করুক না কেন, শেষপর্যন্ত আসন বাটোয়ারা হয়েই গেল কংগ্রেস-এআইইউডিএফ-র মধ্যে| গোপন সমঝোতার পরিপ্রেক্ষিতে আসন্ন রাজ্য বিধানসভা ভোটে সাংসদ বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ মাত্র ৬০ আসনে তাঁদের প্রার্থী দিয়ে বাকি ৬৬টি আসন মিত্রদল কংগ্রেসের জন্য ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে| এই তথ্য প্রকাশ করেছেন খোদ এআইইউডিএফ-এর সাধারণ সম্পাদক (সাংগঠনিক) আমিনুল ইসলাম| তিনি জানান, তাঁদের দল আসন্ন নির্বাচনে লড়তে পুরোপুরি প্রস্তুত| দলের সিদ্ধান্ত অনুযায়ী, এবার তাঁরা ১২৬টি আসনের মধ্যে ৬০টি আসনে প্রার্থী দিয়ে বিজেপিকে আটকাতে বাকি আসনগুলি কংগ্রেস-সহ ধর্মনিরপেক্ষ এবং সমমনোভাবাপন্ন দলের জন্য ছেড়ে দেওয়া হবে| কংগ্রেসের সঙ্গে যে তাঁদের গোপন সমঝোতা হয়ে গেছে তা তাঁর এই ঘোষণায় স্পষ্ট হয়ে গেল| এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, গত অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই অসমে বিজেপিকে বধ করতে এআইইউডিএফ এবং কংগ্রেসের মধ্যে গোপন সমঝোতা হয়ে যায়| শুধু মানুষ দেখানোর জন্য দুই দল পরস্পর পরস্পরকে গালাগাল দিতে মত্ত হয়ে ওঠে| কিন্তু অসম বিধানসভার নির্বাচনের দিন এগিয়ে সঙ্গে সঙ্গে তাঁদের মুখোশ খসে পড়ে গেছে|
এর পরও কতিপয় বিধানসভা আসনে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী এআইইউডিএফ দেবে বলে যে কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে তাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসলাম| তাঁর মতে, এআইইউডিএফ-এর ভাবমূর্তি ম্লান করতে কোনও ন্যাস্তস্বার্থ জড়িত কোনও মহল থেকেই এ-ধরনের খবর চাউর করা হচ্ছে| বিরোধী দল হিসেবে কোথাও কোনও দুর্বল প্রার্থী তাঁরা দেবেন না|
2016-02-14

