BRAKING NEWS

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে দল কিনলেন বলিউড বাদশা

shahrukhপোর্ট অব স্পেন, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফলতম দল কলকাতা নাইট রাইডার্স| দুবার চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আসছে নতুন রপে| এবার নামকরন করা হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স| তবে এটি আইপিএলের কোন দল নয়|
দলটি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের| ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কেকেআর মালিক শাহরুখ খানের টিমের নামকরণ করা হয়েছে| সিপিএলে ত্রিনিদাদ ও টোবাগো ফ্র্যাঞ্চাইজি কিনেছেন বলিউড বাদশা কিং খান|
নতুন দলের নামকরণও করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ধাঁচে| যা নিয়ে প্রবল উচ্ছ্বসিত শাহরুখ বলেন, ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত লাগছে| আমরা চেষ্টা করব সেই ঐতিহ্যকে ধরে রাখার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *