অটোকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনায় ওয়াগনার গাড়ি, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷  রবিবার সাত সকালে কৈলাশহর গার্লস সুকলের সামনে দুর্ঘটনার কবলে পরে একটি ওয়াগনার গাড়ি৷ জানা যায় ওয়াগনার গাড়িটি একটি অটোকে বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি রুলার গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে৷ এতে ওয়াগনার গাড়ির সামনে অংশের যথেষ্ট ক্ষতি হয়৷ অল্পলের জন্য রক্ষা পায় গাড়িচালক৷ জানা যায় গৌরনগর আরডি ব্লকের ইয়াজী খাওরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জামিল আহমেদ তার নিজের ওয়াগনার গাড়ি নিয়ে কৈলাশহর বাজারের দিক থেকে বাড়ি উদ্দেশ্যে যাচ্ছিল৷ কৈলাসহর গার্লস সুকলের সামনে দিয়ে যাওয়ার সময় তার গাড়ির সামনে একটি অটো চলে আসে৷ সেই অটোটিকে বাঁচাতে গিয়ে সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রুলারে গিয়ে ধাক্কা মারে৷ ওয়াগনার গাড়ির মালিক জামিল আহমেদ নিজে ঘটনার বিষয়ে সংবাদ প্রতিনিধিদের ঘটনার বিষয়ে জানায়৷ এইদিকে দুর্ঘটনার পর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *