নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ সত্যিই সুশাসনই বটে৷ খোয়াই শহরের শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে তিনদিনের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে খোয়াই জেলা ভিত্তিক সুশাসন মেলার রাজকিয় আয়োজন৷ খোয়াই জেলা প্রশাসনে উদ্যোগে এই সুশাসনের মেলার আয়োজন৷ খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের মাঠ বাহারি সাজে সেজে উঠছে সুশাসন মেলার প্রাঙ্গণ৷ নামে হলো সুশাসন মেলা৷ অথচ মেলা প্রাংগনেই কি চমৎকার সুশাসন৷ প্রাঙ্গনে হুকলাইনের ছড়াছড়ি৷ মঙ্গলবার থেকে শুরু হবে খোয়াই শহরের শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে তিনদিন ব্যাপী খোয়াই জেলা ভিত্তিক প্রতি ঘরে সুশাসন মেলা৷
উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী, বিধানসভার সরকারী মূখ্য সচেতক, বিধায়ক অন্যান্য অতিথিরা৷খোয়াই জেলা প্রশাসন হলো জমজমাট সুশাসন মেলার মূখ্য আয়োজক৷ বিগত কয়েক দিন ধরে চলছে মেলার প্রস্তুতি৷ দিনেরাতে চলছে মেলার প্রস্তুতি৷হবেই তো৷মুখ্যমন্ত্রী আসবেন বলে কথা৷মেলা প্রাঙ্গনে হুক লাইনের ছড়াছড়ি৷সন্ধ্যা থেকে রাতেও কাজ হচ্ছে৷সারা মাঠ আলোকিত৷আর আলো ছড়িয়ে পড়ছে হুক লাইনের কল্যাণে৷ বিদ্যালয়ের মাঠের চারদিকে একাধিক স্থানে লাইনের বৈদ্যুতিক তার থেকে টানা হয়েছে হুক লাইন৷লাখ লাখ টাকা উড়ছে৷অথচ বেআইনী হুক লাইন টেনে মেলার সাজগোজ চলছে৷ জলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ হলো জেলা প্রশাসন৷ আর এই জেলা প্রশাসনই যেখানে প্রতি ঘরে সুশাসন মেলার মূখ্য আয়োজক, সেখানে হুক লাইন টেনে সরকারী মেলার সাজগোজ করার অনৈতিক কাজে বিস্ময়ের সৃষ্টি হয়েছে খোয়াইবাসীর মধ্যে৷মেলার মূল প্রবেশপথ সহ একাধিক স্থানে ঝুলছে হুক লাইনের তার৷মেলার প্রাঙ্গন থেকে পঞ্চাশ গজেরও কম দূরত্বের মধ্যে বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন কার্য্যালয়৷ এরপরেও সিনিয়র ম্যানেজার সহ নিগমের কর্তারা নির্বাক৷ অন্ধ ধৃতরাস্ট্রের মতো৷প্রতিদিন সকালে বিকেলে জেলা শাসক, মহকুমা ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের বড় বড় কর্তারা শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে গাড়ির কনভয় নিয়ে ছুটে আসছেন সুশাসন মেলার প্রস্তুতি দেখতে৷কিন্তু কারোরই কি চোখে পড়ছে না সুশাসন মেলায় বেআইনী হুক লাইনের ছড়াছড়ি? নাকি প্রশাসনও বিদ্যুৎ নিগমের মতো হেলদোলহীন? উঠেছে প্রশ্ণ৷
2022-11-14