ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। ফের জয় পেল নবোদয় সংঘ। হারিয়েছে একসময়ের প্রথম সারির দল নাইন বুলেটসকে। টিএফএ পরিচালিত বি-ডিভিশন লিগ ফুটবলে নবোদয় সংঘ রবিবারের দ্বিতীয় খেলায় চার-তিন গোলে নাইন বুলেটসকে পরাজিত করেছে। পুরো ৯০ মিনিটের খেলায় ছিল টানটান উত্তেজনায় ভরা। প্রথমার্ধে বিজয়ী দল তিন-এক গোলে এগিয়েছিল। উল্লেখ্য, বিজয়ী দলের পক্ষে প্রশান্ত নোয়াতিয়ার জোড়া গোল বেশ উল্লেখযোগ্য। একটু সঠিকভাবে বললে প্রশান্ত নোয়াতিয়ার গোলেই নবোদয় সংঘ আজ জয়ের হাসি হেসে পুরো ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে। অন্যথায় দ্বিতীয়ার্ধে নাইন বুলেটসের চমকপ্রদ পাল্টা আক্রমণে কার্যত ম্যাচটিকে সমতায় দাঁড় করিয়েছিল। খেলার ১০ মিনিটের মাথায় স্যামসং মলসুমের প্রথম গোল। ৩ মিনিট বাদে প্রশান্ত নোয়াতিয়ার গোলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। ২২ মিনিটের মাথায় নাইন বুলেটসের আকাশ সরকার একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে আনে। পাঁচ মিনিট বাদে নবোদয়ের ভাগ্য সাধন জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান ৩-১ করে নেয়। দ্বিতীয়ার্ধে বুলেটস প্রতিরোধ গড়ার পাশাপাশি অলআউট খেলে ৭০ ও ৮৪ মিনিটের মাথায় যথাক্রমে হেমন্ত দেববর্মা ও রংবোয়ালা ডারলং-এর দুটো গোলে খেলা ৩-৩ এ সমতায় ফিরে আসে। পরবর্তী মিনিটেই সেই প্রশান্ত নোয়াতিয়ার গোলে পুনরায় নবোদয় লিড পায় ৪-৩ গোলে। অবশিষ্ট সময়ে দুদলের আর কেউ গোলের সন্ধান পায়নি। কার্যত প্রশান্ত-র দ্বিতীয় গোলটিই জয়সূচক গোলের স্বীকৃতি পায়। খেলায় অসদাচরনের দায়ে রেফারি নবোদয় সংঘের কবীর জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে রেফারি সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, খোকন সাহা, প্রীতম পাল ও প্রতাপ কুমার দাস।
2022-11-13